চার আলমের বাদশা হযরত সুলায়মান ছিলেল বাল্যকাল থেকেই বিশেষ জ্ঞানের অধিকারী। যার অনেক নমুনা তিনি শিশুকালেই দেখিয়েছেন। এগারো সন্তানের মধ্যে শ্রেষ্ঠ বলেই তাকে বাদশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তিতে তিনি জগতের শ্রেষ্ঠ বাদশার উপাধি পান। জ্ঞানী, বিজ্ঞ ও বিশেষ ক্ষমতাসীন সুলায়মান জীবনী নিয়ে এই অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এতে তার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ঘটনা যেমন- বাল্যকালে সুলায়মান, হারূত ও মারূতের কাহিনী, প্রদত্ত তোহমৎ, অশ্ব কুরবানির ঘটনা, বায়তুল মুক্বাদ্দাস নির্মাণ ও তার মৃত্যুর বিস্ময়কর ঘটনা ইত্যাদির বর্ণনা রয়েছে। তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন, এমনকি বাতাসকে ও নিয়ন্ত্রণ করতে পারতেন। তার জীবনী থেকে যেমন জানার অনেক কিছু আছে তেমনি শিক্ষনীয় ও আছে। সকলদিক বিবেচনা করে সুলায়মান সম্পর্কে জানার জন্য এবং গুজব বাদ দিয়ে প্রকৃত তথ্য দেওয়ার জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এটি একটি সংগ্রহে রাখার মত অ্যাপ।.