"হরেক রঙের মানুষ আছে ভবের মাজারে". মানুষের প্রকারভেদ করে সমাধানে আসা মুশকিল, কেননা চির জটিল মানব চরিত্রের কূল-কিনারা করে উঠা সম্ভব নয়। তবে শারীরিক বৈশিষ্ট্যের কথা যদি ধরা হয়, তাহলে হয়তো সিদ্ধান্তে আসা যাবে সহজেই।. আর এই ব্যাপারটিই সুনিপুণভাবে করা হয়েছে প্রাচীণ ভারতের কামসূত্র তে।.