অ্যাপটিতে ৩০ টি বাংলা ছড়া ও ২১ টি ইংরেজি ছড়া আছে আছে। প্রথম স্ক্রিন হতে ব্যবহারকারী বাংলা অথবা ইংরেজি ছড়া ক্লিক করে তাদের তালিকা দেখতে পারবে । প্রথম স্ক্রিনে সবগুলা ছড়ার নাম আছে। বাংলার ক্ষেত্রে বাংলা ছড়ার নাম ও ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ছড়ার নাম আছে । ইউজার যেকোন ছড়ার নামের উপর ক্লিক করলে দ্বিতীয় স্ক্রিনে ঐ ছড়াটি পড়তে পারবে। আগের ও পরের ছড়াতে যাওয়ার জন্য দুইটা বাটন আছে যার মাধ্যমে ইউজার সহজে আগের ও পরের ছড়াতে যেতে পারবে। ইউজার দ্বিতীয় স্ক্রিনে ডানে বামে হাত নাড়িয়েও একটি ছড়া হতে অন্য ছড়াতে যেতে পারবে । দ্বিতীয় স্ক্রিনে ছড়াসমুহ বাটন ক্লিক করলে সকল ছড়ার তালিকা আসবে। সেখান থেকেও যেকোন ছড়াতে যাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করতে খুব কম মেগাবাইট ইন্টারনেট লাগবে । ভবিষ্যতে আমরা আরও ছড়া অ্যাপটিতে সংযুক্ত করব। আপনারা আপনাদের গুরুত্বপুর্ন পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করুন ।.
Comments