সুকুমার রায় একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "ননসেন্স রাইমের" প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে সুকুমার রায় এক অনন্য প্রতিভার নাম। যার জন্ম বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে। তিনি সাহিত্যে "ননসেন্স রাইম " এর প্রবর্তক। যা সাধারনত কৌতুক করার জন্য লেখা হয়।.