সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আশা করি নতুন বছরের ক্যালেন্ডার এর অপেক্ষায় আছেন। সাথে যদি সরকারি ছুটি সহ পঞ্জিকাটি হাতে পাওয়া যায় তবে আর মন্দ কি। ছুটিসহ ইংরেজি বর্ষ ক্যালেন্ডার ২০১৯ নিয়ে আমাদের এবারের আয়োজন। খুবই সহজ ও সাধারন ক্যালেন্ডার এ মাসিক সরকারি ছুটি সমূহ উপস্থাপন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ঐচ্ছিক ছুটি ও বিশেষ বিশেষ দিবসের বার ও তারিখ যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। আশা করছি অ্যাপটি থেকে উপকৃত হবেন।.