বিসমিল্লাহির রাহমানির রাহীম. মানুষের সহজাত প্রবৃতির বশে মানুষ গল্প পড়তে ভালোবাসে। কিন্তু লেখকদের স্বরচিত গল্প ও কবিতায় কল্যাণের চাইতে অকল্যাণ ও গোমরাহীর আশঙ্কাই অধিক। সুতরাং গল্প যদি পড়তে ও শুনতেই হয়, তাহলে মানব জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষকগণ তথা আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণের জীবনের শিক্ষণীয় ঘটনাগুলো অপেক্ষা উত্তম গল্প আর কী-ইবা হতে পারে?