আমি ভালবাসব তোমায়. পাগলের মত।. যতটা ভালবেসে নির্ঝর. পাহাড় হতে' নদীর বুকে আছড়ে পড়ে, যতটা ভালবেসে মেঘ. বারি হয়ে' ধরায় ঝড়ে পড়ে।. তার ‘চে বেশি।।. যতটা ভালবেসে ঊর্মীরা. বালুকা বেলায় মিশে যায়, যতটা ভালবেসে তটিনী, সাগরে হারায়।. তার ‘চে বেশি।।. যতটা ভালবেসে পুষ্প. স্ব- যৌবন ভ্রমরে লুটায়, যতটা ভালবেসে ফাগুন. ফুলেরে ফোটায়।. তার ‘চে বেশি।।.